জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশে ঐক্যে ধাক্কা: রাষ্ট্র সংস্কার আন্দোলনের সতর্কবার্তা
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সর্বশেষ সুপারিশ রাজনৈতিক ঐক্যকে সংকটের মুখে ফেলেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
সংকট এড়াতে কমিশনকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে বলা হয়,
জুলাই অভ্যুত্থানের পর জনগণের সংস্কার প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘ পাঁচ মাসের আলোচনার ভিত্তিতে ঐকমত্য কমিশন যে সুপারিশ প্রকাশ করেছে, তা তাদের গড়ে তোলা ঐক্যকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, কমিশন জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সীমিত পরিসরে আলোচনা করেছে, সেখানে প্রস্তাবিত বাস্তবায়ন পদ্ধতির বিস্তারিত উপস্থাপন করা হয়নি।
যদি আলোচনা শেষে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রস্তাবটি জাতির সামনে আনা হতো, তাহলে এই বিরোধ ও বিভ্রান্তি তৈরি হতো না।
রাষ্ট্র সংস্কার আন্দোলন আরও জানায়, জুলাই সনদ নিয়ে আলোচনার সময় রাজনৈতিক দলগুলো গণভোটের মাধ্যমে ভবিষ্যৎ সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল।
তবে যেসব প্রস্তাবে কিছু দল আপত্তি জানিয়েছিল, সেগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
পরবর্তীতে ঐ আপত্তিগুলো সুপারিশের চূড়ান্ত খসড়া থেকে বাদ দেওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাভাবিকভাবেই অসন্তোষ তৈরি হয়েছে।
সংগঠনটি সতর্ক করে জানায়, কমিশনের এই অবস্থান থেকে দ্রুত সরে না এলে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ক্ষোভ সাধারণ জনগণের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশ যখন নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত, তখন রাজনৈতিক দলের একাংশের প্রতি বৈষম্যমূলক আচরণ অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে।
এভাবে চলতে থাকলে আসন্ন নির্বাচনও বিতর্কিত হয়ে উঠতে পারে, যা দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।
রাষ্ট্র সংস্কার আন্দোলন জোর দিয়ে বলেছে, সংবিধানকে টেকসই ও সর্বজনীন করতে হলে তাড়াহুড়ো নয়, বরং আলোচনার মাধ্যমে সমঝোতাই হতে হবে মূল পথ।
তারা আশা প্রকাশ করেছে, ঐকমত্য কমিশন রাজনৈতিক প্রজ্ঞা ও যুক্তিবোধের পরিচয় দিয়ে জাতিকে নতুন কোনো সংকটে না ফেলেই একটি ভারসাম্যপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাবে।
atOptions = { 'key' : 'bcfaed92942c1c6965645b62d8dce5b4', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} };
>
Post a Comment